সরকারের নির্দেশে গণগ্রেফতারের চিরুনি অভিযান শুরু হয়েছে : ঐক্যফ্রন্ট

ইসলাম টাইমস ডেস্ক : সরকারের নির্দেশে সারাদেশে দলের নেতাকর্মীদের গণগ্রেফতারে চিরুনি অভিযান শুরু হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রণ্ট।

রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রণ্টের কার্যালয়ে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ঐক্যফ্রণ্টের সমন্বয় কমিটির আহবায়ক জগলুল হায়দার আফ্রিক।

ঐক্যফ্রণ্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী, নেতা-কর্মী-সমর্থকদের মাঠে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তারপরও ভোটাররা কিন্তু থেমে নেই। তারা নিজের মতো করে প্রস্তুতি নিয়ে যার যার এলাকায় ফিরে গেছেন ১০ বছর পর তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগের জন্য। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তারা মূলত ভোট উৎসবের অপেক্ষায়।

সংবাদ সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের (একাংশ) চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমিন বেপারী, মহাসচিব শাহ্‌ আহমেদ বাদল, বিএনপি নেতা খন্দকার জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদগেরিলা কায়দায় ভোটকেন্দ্র দখলের হুমকি দিয়েছেন তারেক : নানক
পরবর্তি সংবাদরাত ১২টা থেকে কার্যকর হচ্ছে মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা