বাংলাদেশ আসছেন দেওবন্দের শিক্ষাসচিব আল্লামা আফজাল হুসাইন কাইমুরী

ইশফাক শাফে কাসেমী ।। সিলেট

৫ দিনের এক সফরে বাংলাদেশে আসছেন দারুল উলুম দেওবন্দের বর্তমান শিক্ষাসচিব আল্লামা আফজাল হুসাইন কাইমুরী। 

 আগামী ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার তার ঢাকায় আসার কথা রয়েছে।

আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া গহরপুর সিলেটের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন বলে জানা গেছে।

জামিয়া গহরপুরের মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন রাজু জানান, ২০ ডিসেম্বর, বৃহস্পতিবার জামিয়া গহরপুরের ৬২তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের শিক্ষাসচিব আল্লামা আফজাল হুসাইন কাইমুরী।

৫ দিনের এই সফরে মাওলানা আফজাল হুসাইন কাইমুরী সিলেট বিভাগের বেশ কিছু দীনি মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে।

পূর্ববর্তি সংবাদআওয়ামী লীগের ইশতেহারে কওমি মাদরাসা, ইসলাম ও মুসলিম বিশ্ব
পরবর্তি সংবাদদু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা আবার ঠিক হয়ে যাচ্ছে : সিইসি