হাতীবান্ধা সীমান্তে ‘চিটা গুলি’তে আহত চার বাংলাদেশি 

ইসলাম টাইমস ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ‘চিটা গুলির’ (রাবার বুলেটের মতো) আঘাতে লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে এক মহিলা ও স্কুলছাত্রসহ চার বাংলাদেশি আহত হয়েছে। আহতরা বর্তমান হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার সকালে হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী পূর্ব সারডুবি গ্রামের ৮৯২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পূর্ব সারডুবি গ্রামের জোবেদা বেগম, একই গ্রামের স্কুলছাত্র রবিউল ইসলাম, শহিদুল ইসলাম ও পার্শ্ববর্তী সিংঙ্গীমারী গ্রামের আব্দুল হামিদ। এ নিয়ে পরে শনিবার দুপুরে ওই সীমান্ত বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শনিবার সকালে ভারতীয় কাঁটাতার লাগোয়া নিজেদের জমিতে লাগানো ভুট্টা ক্ষেতে পাখি তাড়াতে যায় একদল শিশু। এ সময় পাশের জমিতে তাদের অভিভাবকরাও কাজ করছিল। সেখানে কাটাতারের ওপার থেকে ভারতীয় রাজারবাড়ি তীলক ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ সদস্যরা শিশুদের ভয় দেখায়। এ সময় তাদের অভিভাবকসহ কয়েকজন ঘটনাস্থলে গেলে চিটা গুলি ছুঁড়ে বিএসএফ। এতে এক নারী ও স্কুলছাত্রসহ চার জন বাংলাদেশি আহত হয়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আল মামুন জানান, রাবার বুলেটের গুলিতে আহত চারজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমান তারা সুস্থ রয়েছেন। তারা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ বলেন, ওই বাংলাদেশিদের সীমান্ত থেকে সরিয়ে দিতে এবং ভয় দেখাতে চিটা গুলি ছোঁড়া হয়েছিল বলে জানিয়েছে বিএসএফ। তবে এ ঘটনায় পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।

পূর্ববর্তি সংবাদদিনাজপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পরবর্তি সংবাদড. কামালের ওপর হামলা ফৌজদারি অপরাধ : সিইসি