রাষ্ট্রপতির সাথে দেখা করতে চিঠি দিয়েছেন ড. কামাল

ইসলাম টাইমস ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ঐক্যফ্রন্টের নেতাদের সমন্বয়ে গঠিত ১০ সদস্যের একটি প্রতিনিধি দলসহ আগামী ১৭ ডিসেম্বর তিনি সাক্ষাতে আগ্রহী বলে রাষ্ট্রপতির দপ্তরে একটি চিঠি পাঠিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ১৭ ডিসেম্বর ড. কামাল হোসেনে নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান।

১৩ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সাক্ষাৎ চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিলেও এখনও রাষ্ট্রপতির দফতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

পূর্ববর্তি সংবাদট্রাম্প মিথ্যা বলেন, তার কথা কেউ বিশ্বাস করে না, মাইকেল কোহেন
পরবর্তি সংবাদওসমানী বিমানবন্দর থেকে ৫২ পিস স্বর্ণের বার জব্দ