ইসরায়েল কখনোই জেরুজালেমের নিশানা মুছে ফেলতে পারবে না : এরদোয়ান

গত ৫০ বছর ধরে ইসরায়েল জেরুজালেমে থাকা ইসলামী ঐতিহ্যের নিশানা মুছে ফেলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শুক্রবার ইস্তানবুলে জেরুজালেম ইস্যুতে একটি আন্তঃপার্লামেন্ট আলোচনায় তিনি এই অভিযোগ করেন। এরদোয়ান বলেন, ইসরায়েল কখনোই এই নিশানা মুছে ফেলতে পারবে না। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এই খবর জানিয়েছে।

শুক্রবার ইস্তানবুলে এরদোয়ান বলেন, ‘যদি ভেবে থাকো কয়েকটি দূতাবাস আর কনস্যুলেট সরিয়ে নিয়ে জেরুজালেমের আধ্যাত্মিক পরিচয় নষ্ট করতে পারবে তাহলে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছো’।

মুসলিম, খ্রীষ্টান ও ইহুদি তিন ধর্মাবলম্বীদের কাছেই গুরুত্বপূর্ণ শহর জেরুজালেম। তিন ধর্ম বিশ্বাসীদের ঐতিহাসিক নিদর্শনের উপস্থিতি রয়েছে সেখানে। জেরুজালেমসহ পশ্চিমতীর জুড়ে দখল সম্প্রসারণ করতে ইসরায়েলের বিরুদ্ধে সেখানকার ইসলামী নিদর্শন নষ্টেরও অভিযোগ তুললেন তুরস্কের প্রেসিডেন্ট।

তিনি বলেন, ইসরায়েলের অসদাচারণের সমালোচনার অর্থ কোনোভাবেই ইহুদি-বিদ্বেষ নয়। এরদোয়ান বলেন, কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে আর ইসরায়েলের দখলদারিত্ব নীতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো লজ্জাজনক ঘটনা ঘটিয়ে চললেও তারা কোনও কথা বলছে না। তিনি বলেন, গাজা উপত্যকায় ফুটবল খেলতে থাকা শিশুদের ওপর বোমা হামলা চালানো হলোকাস্টের মতোই মানবতাবিরোধী অপরাধ।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, জেরুজালেম শুধু ফিলিস্তিনে বসবাসকারী মুসলমানদের জন্য নয় এটা আমাদের সাধারণ ইস্যু। যে সমস্ত ‘বীর’ জেরুজালেমের সম্মান ও মানবিকতা এবং দখলদারদের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের  মর্যাদাকে সমুন্নত রেখেছেন তাদের ধন্যবাদ জানান এরদোয়ান।

পূর্ববর্তি সংবাদওসমানী বিমানবন্দর থেকে ৫২ পিস স্বর্ণের বার জব্দ
পরবর্তি সংবাদবিএনপিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল