সিইসির বিব্রত বা মর্মাহত হওয়ার সুযোগ নেই: ড. এম সাখাওয়াত হোসেন

ইসলাম টাইমস ডেস্ক: আমাদের নির্বাচন কমিশন প্রতিবেশি যেকোনো দেশের নির্বাচন কমিশনের চেয়ে শক্তিশালী। ভারতের নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল রয়েছে মাত্র প্রায় ৩০০ জন। সেখানে বাংলাদেশের নির্বাচন কমিশনের লোকবল সংখ্যা প্রায় ৩০০০ জন। নির্বচন কমিশন একটি একশন ওরিয়েন্টেড প্রতিষ্ঠান। কোনো ঘটনায় তার বিব্রত হওয়া বা মর্মাহত হওয়ার কোনো সুযোগ নেই। কমিশন চাইলে যেকোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করতে পারে- আজ ডেইলি স্টার আয়োজিত ‘নির্বাচন সংলাপ ২০১৮’ -য় এ কথা বলেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, গতকাল বুধবার (১২ ডিসেম্বর) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে নির্বাচনী প্রচারণার প্রথমদিনের সহিংসতা ও হামলার ঘটনায় বিব্রত ও মর্মাহত বলে দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

নির্বচন কশিনার বলেছিলেন, নির্বাচনী প্রচারণার প্রথমদিনেই সহিংসতা ও হামলার ঘটনায় বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িতে হামলার ঘটনায় আমরা বিব্রত। ৩০০ আসনের নির্বাচনের চেয়ে মানুষের জীবন মূল্যবান।

পূর্ববর্তি সংবাদশিশুকে জাঙ্ক ফুড থেকে দূরে রাখবেন যেভাবে
পরবর্তি সংবাদতুরস্কের আঙ্কারায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ৪৩