তুরস্কের আঙ্কারায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ৪৩

ইসলাম টাইমস ডেস্ক : দ্রুত গতিসম্পন্ন একটি ট্রেন ধেয়ে এসে আঘাত করে থেমে থাকা রেলের একটি ইঞ্জিনকে। মুহূর্তে ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা। ঘটনাস্থলে নিহত হন ৭ জন এবং আহত হন আরও ৪৩ জন। খবর তুরস্কের ডেইলি সাবাহ’র।

তুরস্কের রাজধানী আঙ্কারা রেল স্টেশনে স্থানীয় সময় আজ সকালে এ দর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি আঙ্কারা থেকে কুনিয়া শহরের উদ্দেশে রওনা হয়েছিল।

আঙ্কারার গভর্নর ভাসিপ শাহিন জানান,  খুব দ্রুত সময়ে উদ্ধার অভিযান শুরু হয়েছে। আহত সবাইকে হাসপাতালে নেয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদসিইসির বিব্রত বা মর্মাহত হওয়ার সুযোগ নেই: ড. এম সাখাওয়াত হোসেন
পরবর্তি সংবাদময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু