শরিক দলের ৪৮ প্রার্থী নির্বাচন করবে ধানের শীষ প্রতীকে

ইসলাম টাইমস ডেস্ক : জামায়াতে ইসলামীর ২২ প্রার্থীসহ বিএনপির দলীয় প্রার্থীর বাইরে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নিবন্ধিত দলগুলোর ২৬ জন ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। আজ বিএনপির পক্ষ থেকে তাদের নামের তালিকা বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) তে জমা দেয়া হয়েছে।

আজ রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এ তালিকা বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির ইসিতে জমা দেন।

তালিকা অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত গণফোরামের ৭ জন, জেএসডির ৪ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৪ জন, বিশ দলীয় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ৪ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ৩ জন, খেলাফত মজলিসের ২ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টির একজন করে প্রার্থী ধানের শীষে ভোট করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও নিবন্ধন হারানো জামায়াতে ইসলামীর ২২ জন প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে।

২০ দলীয় জোটের হয়ে নিবন্ধনভুক্ত দলগুলোর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলাম থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন, সুনামগঞ্জ-৩ আসনে মো. শাহীনুর পাশা চৌধুরী ও সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুক।

খেলাফত মজলিস থেকে ধানের শীষ নিয়ে লড়ছেন হবিগঞ্জ-২ আসনে আব্দুল বাসিত আজাদ ও হবিগঞ্জ-৪ আসনে আহমদ আবদুল কাদের।

উল্লেখ্য,  ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর ২২ জন প্রার্থী ধানের শীষে নির্বাচন করবেন। তবে নির্বাচন কমিশনের নিবন্ধন নেই দলটির।

পূর্ববর্তি সংবাদযারা মুসলিমবিরোধী মানসিকতা জাগিয়েছেন, এবার তারাই বিপদে : এরদোগান
পরবর্তি সংবাদগ্রামের সবাই হিন্দু, নেতা নির্বাচন করল এক মুসলমানকে!