১১৭ টি নদী মৃতপ্রায়, দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

ইসলাম টাইমস ডেস্ক : নদী দখলকারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নদী রক্ষায় কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন।

শনিবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি করেন সংগঠনের নেতা-কর্মীরা।

নদীর বর্তমান অবস্থা তুলে ধরে তারা বলেন, চারপাশে ঘিরে থাকা বুড়ীগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষ্যা দখল দূষণে মৃতপ্রায়। নাব্য সংকটে বালুর নদীতেও নৌযান চলাচল কঠিন হয়ে পড়েছে। ৩৬ কিলোমিটারের এই নদীর ২২ কিলোমিটার অবৈধ দখলে এখন। আর দখল দূষণের কারণে হারিয়ে গেছে ২৫ টি নদী। বর্তমানে বিপন্ন নদীর সংখ্যা ১৭৪ টি, যার মধ্যে ১১৭ টি নদী মৃতপ্রায়।

মানববন্ধনে সামাজিক সংগঠন- নোঙর সভাপতি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে নদী পথের দৈর্ঘ্য ছিল চব্বিশ হাজার বর্গকিলোমিটার। কিন্তু দখলকারীরা নদী দখল করে নদী পথের দৈর্ঘ্য কমিয়ে বর্তমানে তিন হাজার ৮শ’ বর্গ কিলোমিটারে নেমে এসেছে। দেড় হাজার নদী থেকে কমে দেশে এখন নদীর সংখ্যা তিনশতে ঠেকেছে।

সংগঠনের কর্মীরা জানান, নদী রক্ষা করার জন্য এখন প্রয়োজন সারা দেশের নদী দখলকারীদের নামের তালিকা তৈরি করে তা প্রকাশ করা । এছাড়া সরকারি অবৈধ দখল উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া।

মানববন্ধনে নদী ও প্রকৃতি রক্ষায় কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদনির্বাচন নিরপেক্ষ হবে না : সিপিবি
পরবর্তি সংবাদগভর্নর ফখরুদ্দিন পাশা : ব্রিটিশদের চুরি থেকে মদিনাকে রক্ষা করেছিলেন যিনি