দ্রুত চার্জ হওয়ার নতুন স্মার্টফোন আনছে অপো

সেলফি এক্সপার্ট ফোন সিরিজের সর্বশেষ সংস্করণ আর১৭ প্রো বাজারে নিয়ে আসতে যাচ্ছে অপো। দ্রুততম চার্জিং,  ফাস্ট লেন-এর সঙ্গে লাইটিং ফাস্ট পারফরমেন্স এক্সপেরিয়েন্স এবং একটি হিডেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে এবার হাজির হচ্ছে অপো।

এতে রয়েছে ওয়াটার ড্রপ নচ সম্পন্ন ৬.৪ ইঞ্চি ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম, শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর ইত্যাদি।

আরও আছে অপো আর১৭ প্রো-এর মাধ্যমে গ্রাহকেরা স্মার্ট ক্যামেরার সব ধরনের ফিচার উপভোগ করতে পারবেন। পেছনে থাকছে ১২+২০ মেগাপিক্সেল সেন্সর যা ওআইএস এবং ওআইএস অপটিক্যাল স্ট্যাবিলাইজেশনে সক্ষম।

অপোর এই সেটে রয়েছে ২৫ মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক্যামেরা।

অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, এই ফোনটিকে মোবাইল ফটোগ্রাফিপ্রেমী ও তরুণ প্রজন্মের জন্য উৎসর্গ করা হলো। বাংলাদেশি ব্যবহারকারীরা ফোনটিকে পছন্দ করবেন বলে আমি মনে করি।

পূর্ববর্তি সংবাদজিবুতিতে পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ নির্মাণ করলো তুরস্ক
পরবর্তি সংবাদউলামায়ে কেরাম যদি তাবলিগের শত্রু হন তাহলে বন্ধুটা কে?