বিনামূল্যে গণপরিবহন সেবা ‍লুক্সেমবার্গে

ইসলাম টাইমস ডেস্ক : বিনামূল্যে গণপরিবহন সেবা দেওয়ার প্রথম দেশ লুক্সেমবার্গ। ২০১৯ সালের গ্রীষ্ম থেকে বিনামূল্যে গণপরিবহন সেবা চালু হবে দেশটির নতুন সরকারের ঘোষণা অনুযায়ী।

৫ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল শপথগ্রহণ করেন। এর পর এমন ঘোষণা দেয় সরকার।

ঘোষণায় বলা হয়, আগামী গ্রীষ্ম থেকেই বিনামূল্যে ট্রেন, ট্রাম ও বাসে ভ্রমণ করতে পারবে লুক্সেমবার্গের জনগণ।

উল্লেখ্য, বাংলাদেশের একটি বিভাগসম আয়তনের দেশ লুক্সেমবার্গে যানজট বড় একটি সমস্যা। আর এ যানজটে দেশটির প্রাইভেটকারগুলো বিশেষভাবে দায়ী।

তাই এ সেবা চালু হলে লুক্সেমবার্গে প্রাইভেটকারের ব্যবহার কমে আসবে এবং যানজট দূর হবে বলে আশা করা হচ্ছে।

আগে থেকেই লুক্সেমবার্গের তরুণরা বিনামূল্যে ভ্রমণের সুযোগ পেয়ে থাকে। সব ধরনের গণপরিবহনে ভ্রমণের জন্য বার্ষিক (এমপাস) ১৫০ ইউরো খরচ করে বলে এক জরিপে উঠে এসেছে।

পূর্ববর্তি সংবাদনড়াইলে আ’লীগের দুই পক্ষের গোলাগুলি : নিহত ২ কৃষক, আহত ৬
পরবর্তি সংবাদ‘আওয়ামী লীগের পরাজয় মানে বাংলাদেশে ফের রক্তের বন্যা’