আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনাদের যুদ্ধাপরাধ বিষয়ে তদন্ত শুরু

ইসলাম টাইমস ডেস্ক :  আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগের ব্যাপারে দেশটির পুলিশ তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের মুখপাত্র জানান, তারা জুনে যুদ্ধাপরাধ সংক্রান্ত বিভিন্ন অভিযোগের ‘তথ্য’ পেয়ে সেগুলো তদন্তের জন্য গ্রহণ করে।

মুখপাত্র আরো বলেন, আফগানিস্তানে যুদ্ধাপরাধ সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি। পুলিশের কাছে কে এমন অভিযোগ করেছে সে ব্যাপারেও তিনি কিছু বলেননি।

সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেন, আফগানিস্তানে অস্ট্রেলিয় সৈন্যের আচরণ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

২০০১ থেকে ২০১৪ সালের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে আফগানিস্তানে দায়িত্ব পালন করা বিশেষ বাহিনীর ক্ষমতার অপব্যবহারের প্রতিবেদনের ব্যাপারে অপর তিনটি ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদজেনে নিন, সামরিক শক্তিতে বাংলাদেশ বিশ্বের কততম
পরবর্তি সংবাদমালয়েশিয়ায় ২৫০ বাংলাদেশি বাড়ি কিনেছে