খেলাফত আন্দোলনের মনোনয়ন দাখিল করেছেন ২৭ জন 

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের দলীয় প্রতীক বটগাছ মার্কায় ঢাকাসহ সারা দেশের বিভিন্ন আসনে মনোনয়ন দাখিল করেছেন দলের আমির, মহাসচিবসহ ২৭ জন।

ঢাকা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, ঢাকা-৭ আসনে দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, ব্রাক্ষণবাড়ীয়া-৩ আসনে দলের নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান হামিদী, চট্টগ্রাম-৫ আসনে যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, কুমিল্লা-১ আসনে সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, কুমিল্লা-৮ আসনে মাওলানা আবুল ফারাহ মোঃ আব্দুল আজীজ, ঢাকা-৪ আসনে হাজী আব্দুল মালেক।

চট্রগ্রাম-৯, ১১ ও ১৩ তিনটি আসনে মাওলানা রশিদুল হক বিএসসি, সিলেট-১ আসনে মাওলানা নাসির উদ্দীন, ফরিদপুর-২ আসনে এ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল, বরিশাল-৪ আসনে এডভোকেট মাহবুবুল আলম দুলাল, শরীয়তপুর-১ আসনে মাওলানা আব্দুস সামাদ কাসেমী, শরীয়তপুর-২ আসনে মাওলানা মাহমূদুল হাসান, গাইবান্ধা-১ আসনে হাফিজুর রহমান সরদার, পিরোজপুর-৩ আসনে মাওলানা আব্দুল লতীফ সিরাজী, টাঙ্গাইল-৫ আসনে সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা, ফেনী-১ আসনে মাওলানা আনোয়ার উল্লাহ ভুইয়া, নোয়াখালী-১ আসনে মাওলানা জিয়াউল হক শহীদি, নোয়াখালী-৩ আসনে মাওলানা ওমর ফারুক, নোয়াখালী-৪ আসনে মাওলানা ফরিদ আহমাদ, পাবনা-৫ আসনে মাওলানা ইসমাইল হোসাইন।

আজ মনোনয়ন দাখিলের পর দলের এক জরুরী সভাশেষে এ তথ্য জানান, দলের নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান হামিদী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, হাফেজ আবু বকর প্রমুখ।

নির্বাচনে অংশ গ্রহণ প্রসঙ্গে দলের আমীর মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর বলেন, আমরা তাওবার রাজনীতির প্রবর্তক হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের আদর্শে খেলাফত প্রতিষ্ঠার রাজনীতিকে এবাদত মনে করি। সৎ, যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিরা নির্বাচিত হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। সুদ-ঘুষ, দুর্নীতিসহ সকল অপরাধ বন্ধ এবং দেশের সার্বিক উন্নয়ন হবে।

পূর্ববর্তি সংবাদআন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা মুসলিমদের হতাশ করেছে : এরদোগান
পরবর্তি সংবাদফেনীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৪