মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে না নিতে বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলমানদেরকে ফিরিয়ে না নিতে রবিবার মিয়ানমারের রাখাইনে বিক্ষোভ করেছে সে দেশের বৌদ্ধ ভিক্ষুরা।

এসময় রোহিঙ্গাদের পালিয়ে যাওয়া শরণার্থী হিসেবে উল্লেখ করা হয়।

বৌদ্ধ সন্ন্যাসীদের নেতৃত্বে প্রায় ১০০ জন ওই বিক্ষোভে অংশ নেয়। এসময় তারা নানা ধরনের স্লোগান দেয় এবং অংশগ্রহণকারীদের হাতে ছিল লাল রঙের ব্যানার।

বিক্ষোভের সময় ফেসবুকে লাইভে এক বৌদ্ধ সন্ন্যাসীকে বলতে দেখা গেছে, ‘দেশের নিরাপত্তা রক্ষায় সবার দায়িত্ব আছে। আমরা যদি বাঙালিদের ফিরিয়ে আনি তাতে আমাদের কিংবা আমাদের দেশের কোনো উপকার হবে না।’

সেনাবাহিনীর নৃশংস অভিযানের মুখে ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমার থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া শুরু করে।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা জানায়, মিয়ানমারের সেনাবাহিনী নারীদের ধর্ষণ, তাদের স্বজনদের হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। দশকের পর দশক জুড়ে চলা এসব সহিংসতার কারণে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

সূত্র: এনডিটিভি

পূর্ববর্তি সংবাদএকুশে টিভি ভবনে আগুন
পরবর্তি সংবাদনৌকায় নির্বাচন করবেন সিইসির ভাগ্নে!