পাকিস্তানে মাওলানা সামিউল হকের কবর খননে আদালতের নির্দেশ : পরিবারের অস্বীকৃতি

দুই সপ্তাহ আগে ছুরিকাঘাতে নিহত পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হকের হত্যা মামলা নতুন দিকে মোড় নিচ্ছে। নিহত মাওলানার হত্যামামলায় নিযুক্ত তদন্তকারী কর্মকর্তারা তদন্তের স্বার্থে লাশের পুনঃময়নাতদন্তের আবেদন জানিয়েছে।

এর প্রেক্ষিতে মাওলানা সামিউল হকের কবর খনন ও ময়নাতদন্তের জন্যে তারা আদালতের শরণাপন্ন হয়। আদালত এ আবেদন সেশন জজ-এর নিকট পাঠিয়ে দেয়। সেশন জজের পক্ষ থেকে ইতিবাচক নির্দেশনা পাওয়ার পর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট মাওলানা সামিউল হকের পরিবার, স্থানীয় পুলিশ প্রশাসন ও নেতৃবর্গের নিকট নোটিশ পাঠিয়ে দেয়ার প্রস্তুতি নিয়েছে।

তদন্ত কমিটির সাব ইন্সেপেক্টর জামিলের নেতৃত্বে পুলেশের একটি দল ইতিমধ্যে মরহুমের কবর-স্থান আকোড়াখটকে অবস্থান করছেন। তাদেরকে আদালতের কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত সেখানে অপেক্ষা করতে বলা হয়েছে।

অপরদিকে মাওলানা সামিউল হকের পরিবার এবং দারুল উলুম হক্কানিয়ার আলেমগণ কবর খননের বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন। তারা একে একটি নাজায়েয কাজ বলে আখ্যা দিয়েছেন। তারা বলেন, আমরা কিছুতেই কবর খননের মত এই নাজায়েজ কাজের অনুমতি দেব না।

সূত্র : দৈনিক জং

পূর্ববর্তি সংবাদভিডিও কনফারেন্সে প্রার্থী বাছাই করছেন তারেক রহমান
পরবর্তি সংবাদতারেকের নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণের বিষয়টি খতিয়ে দেখুন : ওবায়দুল কাদের