সাবেক ধর্ম-প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলামের ইনতেকাল

ইসলাম টাইমস ডেস্ক :  সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাবেক এমপি মাওলানা নুরুল ইসলাম ইনতেকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর।

রোববার ভোরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি সরিষাবাড়ী উপজেলার পাখিমারা গ্রামে।

আজ দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ নেওয়া হয় সরিষাবাড়ীতে।

মাওলানা নুরুল ইসলামের মৃত্যুতে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ একজন অভিভাবককে হারাল বলেও মন্তব্য করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।

এরশাদ সরকারের সময় জাতীয় পার্টি থেকে সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারকে পরাজিত করে সরিষাবাড়ী থেকে এমপি নির্বাচিত হন।

ওই সময় তিনি আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন।

পূর্ববর্তি সংবাদআফগান তালেবানরা সন্ত্রাসী গোষ্ঠী নয় : হোয়াইট হাউস
পরবর্তি সংবাদভারতের ইতিহাস-ঐতিহ্যে মুসলমানদের অবদানই বেশি : ওমপ্রকাশ রাজবর