পশ্চিমবঙ্গের মহিলা-সমাবেশে সমকামিতা, পরকীয়া ও মদ নিষিদ্ধের দাবি

পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে মহিলা সমাবেশ

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকারের তিন তালাক অর্ডিন্যান্সের প্রতিবাদ, সুপ্রিমকোর্টের সমকামিতা, পরকীয়া, লিভ টুগেদার ও মদ বিক্রয় প্রভৃতি আইনের পূণর্বিবেচনাসহ বিভিন্ন দাবিতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গোপালপুর ঈদগাহ প্রাঙ্গণে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য শাখার মহিলা বিভাগের রাজ্য সম্পাদিকা নাইমা আনসারী।  বিশেষ অতিথি জাহানারা খাতুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট জনাব আব্দুল হান্নান, জেলা নাযীম আমিরুল ইসলাম, নুরুল ইসলাম।

আলোচকরা সমাবেশে তিন তালাক অর্ডিন্যান্সের প্রতিবাদ, সুপ্রিমকোর্টের সমকামিতা, পরকীয়া, লিভ টুগেদার ও মদ বিক্রয় প্রভৃতি আইনের রেজ্যলূশন ভিত্তিক সিদ্ধান্ত ও দাবী পেশ করেন।

নাইমা আনসারী বলেন, আমরা রাজ্য সরকারের কাছে মদ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

সূত্র : টিডিএন বাংলা

পূর্ববর্তি সংবাদমার্কিন বাহিনীকে দেশ ছাড়ার আহবান ইরাকি পার্লামেন্টের
পরবর্তি সংবাদরেডিও-টেলিভিশনে যে আযান শোনা যায় তার জবাব দিতে হবে কি?