ঈশ্বরগঞ্জে ওয়াজাহাতি জোড় : সাদ-অনুসারীদের সহি ধারায় ফিরে আসার আহ্বান

ঈশ্বরগঞ্জে ওয়াজাহাতি জোড়

ইসলাম টাইমস ডেস্ক : ঈশ্বরগঞ্জে আলেমগণ কোরআন ও হাদিসের মনগড়া ব্যাখ্যা দ্বীনি শিক্ষাকে হেয় প্রতিপন্ন করা এবং তিন হযরতের কর্মপন্থা থেকে সরে যাওয়ায় মাওলানা সা’দ সাহেবকে অনুসরণ না করার আহ্বান জানান তারা। তারা সাদ সাহেবের ভ্রান্তির পথ ছেড়ে সাদ-অনুসারীদের পূর্ববর্তী তিন আকাবিরের রেখে যাওয়া সহি ধারার তাবলিগে ফিরে আসার আহ্বান জানান। উপস্থিত আলেম ও তাবলিগের মুরুব্বিরা সাদ অনুসারীদের ভ্রান্তিপূর্ণ তাবলিগ সম্পূর্ণভাবে বর্জনীয় ও নিষিদ্ধ ঘোষণা করেন।

আজ মঙ্গলবার ঈশ্বরগঞ্জ সরকারী কলেজ মাঠে উলামায়ে কেরাম ও তাবলীগী সাথীদের উদ্যোগে ওয়াজাহাতি জোড় অনুষ্ঠিত হয়।

মাওলানা নূরুল আলমের সভাপতিত্বে মুফতি মানসূর আহমাদের সঞ্চালনায় জোড়ে বক্তব্য রাখেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা ঈসা খান মোজাহেদী, মাওলানা মঞ্জুরুল হক, মাওলানা আব্দুস ছামাদ, মুফতি কেফায়েতুল্লাহ আযহারী, মাওলানা যুবায়ের আহমাদ, মাওলানা আব্দুর রহিম, মুফতি হামিদ জাহেরী, হাফেজ আহমাদ আলী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আবুল ফজল, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আবুল কালাম,  মাওলানা শরিফুর রহমান, মাওলানা মুফতি মহিব্বুল্লাহ প্রমুখ।

পূর্ববর্তি সংবাদকালিমা লেখা সৌদি পতাকাকে শ্রদ্ধা প্রদর্শন করে বাংলাদেশি পুরস্কৃত
পরবর্তি সংবাদকোথায় যাচ্ছে সংলাপ?