সংলাপ সফল হবে : স্বাস্থ্যমন্ত্রী নাসিম

ইসলাম টাইমস ডেস্ক : সংলাপ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, সংলাপ সফল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন। তাই তিনি আজ সংলাপে বসছেন।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জে নব নির্মিত অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) তৃতীয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, প্রধানমন্ত্রীর উদার দৃষ্টিভঙ্গি রয়েছে। সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো এটি উপলব্ধি করবেন। তারা সংলাপের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সহায়তা করে আগামী নির্বাচনে আসবেন। আগামী নির্বাচন সংবিধান সম্মতভাবেই অনুষ্ঠিত হবে।

এ সময় পূর্বে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানে সাড়া না দিয়ে বিএনপি ভুল করেছিলো বলে মন্তব্য করেন মন্ত্রী।

পূর্ববর্তি সংবাদবি চৌধুরীর জোটে আসছে আরও ৪ দল!
পরবর্তি সংবাদবিধ্বস্ত ইন্দোনেশিয়ান বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার