রাসুল সা.-এর অবমাননার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসিয়ার মুক্তিতে উত্তাল পাকিস্তান

পাকিস্তানে রাসুলুল্লাহ সা.-এর অবমাননার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া খ্রিস্টান নারী আসিয়া বিবিকে খালাস দিয়েছেন দেশটির উচ্চ আদালত।  পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার ফাঁসির দণ্ড বাতিল করে তাকে খালাস দেয়ার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার্ম আসিয়া বিবির মামলার রায় ঘোষণা করে তাকে মুক্তির নির্দেশ দেন।

আদালতের এ রায়ের প্রতিবাদ করছে দেশটির ধর্মপ্রাণ মানুষ। পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আজ সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। তারা মনে করছেন, আসিয়া বিবির ফাঁসির রায় প্রত্যাহার করলে তা সমাজে মন্দ দৃষ্টান্ত স্থাপন করবে। অন্যদেরও এ অপরাধে উদ্বুদ্ধ করবে।

মুহাম্মদ সা. কে অবমাননার অভিযোগে আসিয়া বিবিকে ২০১০ সালে ফাঁসির দণ্ড দেয়া হয়। তার পুরো নাম আসিয়া নরিন। সে লাহোরের কাছে শেখুপুরা কারাগারে বন্দী আছে।

আসিয়া বিবির বিরুদ্ধে অভিযোগ হলো প্রতিবেশীরা তাকে ইসলাম ধর্ম গ্রহণের পরামর্শ দিলে সে রাসুল সা. কে অবমান করে কথা বলে। ২০০৯ সালে এ ঘটনা ঘটে। এ বছরই পুলিশ তাকে গ্রেফতার করে।

অবশ্য আসিয়া বিবি সব সময় নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের আজকের রায় পাকিস্তানের জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সরকার যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী  নিয়োগ দিয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

পূর্ববর্তি সংবাদজনগণকে সেবা দেয়া চিকিৎসকদের দায়িত্ব : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদবাংলাদেশে সবচেয়ে বড় মসজিদ নির্মাণ করতে চায় সৌদি