পাকিস্তানের স্কুল সিলেবাসে থাকবে খতমে নবুওয়াত বিষয়ক প্রবন্ধ

পাকিস্তানের স্কুল পাঠ্যক্রমে কুরআনের অনুবাদ ও রাসুল সা. এর খতমে নবুওয়াত বিষয়ক প্রবন্ধ অন্তর্ভূক্ত করছে দেশটির সরকার।

পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি খায়বার পাকতুন ও পাঞ্জাবে কুরআনের অনুবাদ ও হজরত মহাম্মদ সা. এর খতমে নবুওয়াতের বিশ্বাসের উপর মৌলিক প্রবন্ধ অন্তর্ভূক্ত করা হবে।

তবে মাদরাসার সিলেবাসে কোনো ধরনের পরিবর্তনের সম্ভবনা নাকচ করে দেন তিনি।

পাকিস্তানের স্পিকার বলেন, আমরা মাদরাসার সিলেবাসে নতুন কিছু চাপিয়ে দিবো না এবং সেই ধরনের কোনো প্লান পরিকল্পনাও আমাদের নেই।

মাদরাসা শিক্ষার ব্যাপারে কোনো ধরনে শঙ্কা না রাখার আহবান জানিয়ে আসাদ কায়সার বলেন, প্রধানমন্ত্রী ও আমি এখানে উপস্থিত। আমরা বলছি, সেখানে নতুন কিছু যোগ করা হবে না।

তিনি আরও বলেন, মাদরাসা ইসলামের দুর্গ এবং শান্তির প্রচার কেন্দ্র। আমরা মাদরাসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবো।

সূত্র : দ্য নিউজ

পূর্ববর্তি সংবাদঅস্ট্রেলিয়ায় পালিত হচ্ছে কুরআন দিবস
পরবর্তি সংবাদমালয়েশিয়ায় হাফেজদের সমাবর্তন