ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন আড়াই শ : গণপূর্তমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক  ।।  জাতীয় সংসদে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, রাজধানী ঢাকায় ঝূঁকিপূর্ণ নির্মাণাধীন ভবনের সংখ্যা মাত্র ২৫৫টি। এর আগে এ সংখ্যা ছিল ৩২১টি; যার মধ্যে পুনঃসংস্কারের কারণে বাদ দেয়া হয় ৬৬টি।

তিনি বলেন,বিদ্যমান ঝূঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২৩তম অধিবেশনে রবিবারের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

 

পূর্ববর্তি সংবাদসংলাপে বসার জন্য প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের চিঠি
পরবর্তি সংবাদ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, ফের শুরু হলো ইলিশ ধরা