কারাগারে প্রথম শ্রেণি পেলেন ব্যরিস্টার মইনুল

ইসলাম টাইমস ডেস্ক : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন কারাগারে ডিভিশন লাভ করেছেন। আজ আদালত তাকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির সুবিধা দিতে কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মইনুল হোসেনের পক্ষে শুনানিতে ছিলেন ড. কামাল হোসেন ও খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে ২৩ অক্টোবর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকেই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন তিনি।

এ ঘটনার পর ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম আদালতে একটি মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি। একই অভিযোগ এনে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আরেকটি মামলা হয়। এছাড়া রংপুরসহ দেশের কয়েকটি জেলাতেও ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা হয়।

পূর্ববর্তি সংবাদ২ নভেম্বর ঢাকায় ঐক্যফ্রন্টের মহাসমাবেশ
পরবর্তি সংবাদমুখে মবিল মেখে ঢাবির শিক্ষার্থীদের প্রতিবাদ