সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির আন্দোলন পণ্ড

ইসলাম টাইমস ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ করার দাবিতে আন্দোলনরতদের শাহবাদ মোড় থেকে তুলে দিয়েছে পুলিশ।

রোববার বেলা পৌনে ১১টার দিকে পুলিশি তাদের শাহবাগ মোড় থেকে উঠিয়ে দেয়।

পুলিশী বাধার মুখে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামের একটি সংগঠনের উদ্যোগে চলমান এই আন্দোলন পণ্ড হয়ে যায়।

অবরোধ উঠে যাওয়ার ফলে শাহবাগে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছে।

সাধারণ ছাত্র পরিষদের আহবায়ক সঞ্জয় দাসের দাবি করেছেন, ঘটনাস্থল থেকে তাঁদের পাঁচজনকে পুলিশ আটক করে নিয়েছে।

আটককৃতরা হলেন- রিয়ানা হক, সামিয়া, নাদিয়া, নদী ও জোবায়ের।

দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শাহবাগের ওই সড়কের পাশে কয়েকটি বড় হাসপাতাল রয়েছে। যথেষ্ট সময় দেয়ার পরও আন্দোলনকারীরা কর্ণপাত করেনি। তাই জনদুর্ভোগ নিরসনে তাদের সরিয়ে দেয়া হয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শনিবার দুপুর থেকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

পূর্ববর্তি সংবাদশ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট : ভারতের বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ
পরবর্তি সংবাদসিইসি সরকারের একনিষ্ঠ সেবক : রিজভী