বিসমিল্লাহ না বললে কি কাপড় পাক হয় না?

অনেকেই প্রশ্ন করেন, কাপড় পাক করার সময় বিসমিল্লাহ না বললে কি কাপড় পাক হয় না?

কিছু মানুষের ধারণা, নাপাক কাপড় পাক করার সময় যদি বিসমিল্লাহ বলা না হয়, তাহলে কাপড় যতই ধোয়া হোক তা পাক হবে না।

এটি একটি ভুল ধারণা, এর কোনো ভিত্তি নেই।

নাপাক কাপড় যথা নিয়মে ধুয়ে নিলেই পবিত্র হয়ে যায়। এর সাথে বিসমিল্লাহ বলা না বলার কোনো সম্পর্ক নেই।

তবে কাপড় পাক করা একটি ভালো আমল। এর শুরুতে বিসমিল্লাহ বলা হলে সেটা ভালোই হবে। কিন্তু বিসমিল্লাহ বলা ছাড়া কাপড় পাক হবে না-এটা ভুল মাসআলাহ।

পূর্ববর্তি সংবাদজামায়াত আর হেফাজত এক নয় : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদপশ্চিমবঙ্গ থেকে সাড়ে তিন শ রোহিঙ্গা উধাও!