ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ‘আদিবাসী’ না বলার প্রতিবাদ করেই যাবেন সুলতানা কামাল!

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের সংবিধানে আদিবাসী হিসেবে উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তিনি এর প্রতিবাদ করেই যাবেন। তিনি বলেছেন, সংবিধানে ভুল থাকতে পারে না, প্রতিবাদ করেই যাব। সূত্র: প্রথম আলো অনলাইন

তিনি বলেন, ‘সরকার আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে চাইছে। কিন্তু কে কার থেকে ক্ষুদ্র?’

তিনি আরো বলেন, ‘রাষ্ট্র দেখছে না, আদিবাসীদের আবস্থান আছে, সেটাই মানতে চাচ্ছে না। সংবিধানে তো উল্লেখই নেই। ভুল নাম দেওয়া হচ্ছে। সংবিধানে ভুল থাকতে পারে না। প্রতিবাদ করেই যাব।’

সরকারি প্রজ্ঞাপনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের ‘আদিবাসী’ হিসেবে উল্লেখ করতে নিষেধাজ্ঞা থাকা সত্বেও ‘আদিবাসী নারী নেটওয়ার্ক’ নামের একটি সংগঠনের আয়োজিত চতুর্থ জাতীয় ‘আদিবাসী’ নারী সম্মেলনে প্রধান আতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার সকালে ঢাকার সিবিসিবি সেন্টারে দু দিনব্যাপি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষক ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। সভাপতিত্ব করেন মিনু মারিয়া ম্রং।

সম্মেলনে উত্থাপিত ১২টি দাবির সাথে একাত্মতা পোষণ করে সুলতানা কামাল আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে একসময় ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরাই সংখ্যাগরিষ্ঠ ছিল, এখন তাদের ক্ষুদ্র করে ফেলা হচ্ছে। এভাবে আসলে এই জনগোষ্ঠীকে সত্তার সংকটে ফেলে রাখা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসারাদেশে পরিবহন ধর্মঘটের হুমকি
পরবর্তি সংবাদসাত দফা দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ : চট্টগ্রামের সমাবেশে ড. কামাল