সামুদ্রিক অঞ্চলের অবৈধ কাজে প্রতিবেশী দেশের অনেক অপরাধী জড়িত : প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশের দেশের সামুদ্রিক অঞ্চলের অবৈধ কার্যকলাপে প্রতিবেশী দেশগুলোর অনেক অপরাধী জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সমুদ্রপথেই হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ‘আমাদের এ সামুদ্রিক এলাকায় মাদকদ্রব্য পাচার, অবৈধ অস্ত্র পাচার, মানব পাচারসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ প্রায়শই সংঘটিত হয়ে থাকে। এসব অপরাধমূলক কাজের সঙ্গে শুধু দেশীয় নয়, পার্শ্ববর্তী দেশগুলির অপরাধীরা জড়িত থাকে।’

এশিয়ার দেশগুলোর উপকূলরক্ষী বাহিনীর প্রধানদের চতুর্দশ বৈঠকের উদ্বোধনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অপরাধীরা অনেক সময় অত্যাধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহার করে থাকে। কাজেই কোনো একক দেশের পক্ষে এদের দমন করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলেই এ সকল কর্মকাণ্ড দমন করা সম্ভব এবং এটা অপরিহার্য।’

শেখ হাসিনা বাংলাদেশের সমুদ্রসীমাকে নিরাপদ করতে তার সরকার ‘বদ্ধপরিকর’ বলে মন্তব্য করেন।

ঢাকার হোটেল র‌্যাডিসন ওয়াটার গার্ডেনে বুধবার সকালে ‘হেড অব এশিয়ান কোস্ট গার্ড এজেন্সিস মিটিং’ বা এইচএসিজিএএম এর এই বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীসহ এশিয়ার বিভিন্ন দেশের মেরিটাইম এজেন্সির প্রধানরা অংশ নেন।

পূর্ববর্তি সংবাদসিলেটে বিএনপির নেতাকর্মী গ্রেফতার
পরবর্তি সংবাদরাজনীতি থেকে অবসর নিচ্ছেন অর্থমন্ত্রী!