গণস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ লাখ টাকা জরিমানা, জাফরুল্লাহর বিরুদ্ধে জমি দখলের মামলা

ডা. জাফরুল্লাহ চৌধুরী

ইসলাম টাইমস ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাভারের গণস্বাস্থ্য হাসপাতাল ও ফার্মাসিটিক্যালসে অভিযান চালিয়েছে র‌্যাব।

সাভারের মির্জানগরে বাইশ মাইল এলাকায় অবস্থিত এ হাসপাতালে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়।

র‌্যাবের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও কেমিক্যাল পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গণস্বাস্থ্য হাসপাতালকে ১০ লাখ ও গণস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিউটিক্যালস বিভাগকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও কাঁচামাল সংরক্ষণের তাপমাত্রা সঠিক না থাকায় অ্যান্টিবায়োটিক বিভাগকে সিলগালা করে দিয়েছে র‌্যাব।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম অভিযান বিষয়ে বলেন, অ্যান্টিবায়োটিক বিভাগে কাঁচামাল সংরক্ষণের তাপমাত্রা সঠিক পাওয়া যায়নি। বিকেল পাঁচটার পর এসি বন্ধ করে দেয়া হয়। এসব নানা অভিযোগে হাসপাতালকে ১০ লাখ ও ফার্মাসিউটিক্যালস বিভাগকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

এদিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আবারও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে।মঙ্গলবার (২৩ অক্টোবর) গভীর রাতে নাসির আহমেদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। এ নিয়ে আশুলিয়া থানায় জাফরুল্লাহর বিরুদ্ধে জমি দখলের চারটি মামলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবিশ্বের সর্ববৃহৎ বার্ন ইনিস্টিটিউট এখন বাংলাদেশে
পরবর্তি সংবাদখাশোগি হত্যা : ২১ সৌদি নাগরিকের উপর মার্কিন নিষেধাজ্ঞা