‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের আবারও পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আবারও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। তবে সব পরীক্ষার্থীর নয়, শুধু উত্তীর্ণ প্রায় সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থীর পুনঃপরীক্ষা নেওয়া হবে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদালয়ের ডিন’স কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান জানান, ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণ সাড়ে আঠারো হাজার শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত ১২ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। পরীক্ষা শুরুর ৪৩ মিনিট আগে ৭২টি প্রশ্ন উত্তরসহ হোয়াটস অ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ পায়। জালিয়াতির অভিযোগে প্রশাসন পাঁচজনকে আটকও করে।

১৬ অক্টোবর ফল প্রকাশ স্থগিত করার ঘোষণা দিয়েও পরে ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর ভর্তি পরীক্ষার সমন্বয়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমের পদত্যাগ ও পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাস্তায় ধসে পড়েছে ভবন
পরবর্তি সংবাদঅমুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের প্রশ্নে উত্তাল আসাম