প্রধানমন্ত্রী এবং আল্লামা শফী পরস্পরকে দিলেন উপহার

ফাইল ফটো

আবরার আবদুল্লাহ ।।

পরস্পরকে উপহার দিয়ে সম্মান জানালেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আল্লামা আহমদ শফী । আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তারা পরস্পরের মাঝে এ উপহার বিনিময় করেন।

আল্লামা আহমদ শফীকে প্রধানমন্ত্রীকে জায়নামাজ ও তাসবিহ উপহার দেন এবং আল্লামা আহমদ শফী তাকে কুরআন শরিফ ও তাসবিহ প্রদান করেন।

বিশিষ্ট আলেম ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে এ উপহার বিনিময় হয়।

পারস্পরিক সৌজন্যবোধ থেকে এ উপহার বিনিময় হয়েছে বলে মন্তব্য করেছেন আল্লামা আহমদ শফীর খলিফা ও বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস।

উল্লেখ্য, কওমি শিক্ষা সনদের স্বীকৃতিতে অসামান্য অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয় সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া। আজ এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক দাওয়াত দিতে গণভবনে যান আল্লামা আহমদ শফীর নেতৃত্বে উলামাদের একটি প্রতিনিধি দল।

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়াকে মাইনাস করেছেন কামাল হোসেনরা!
পরবর্তি সংবাদবন্দীদশায় শহুরে শিশু, কীভাবে তারা মুক্তি পাবে?