নাপাক কাপড় কি তিনবার ধোয়া জরুরি?

প্রশ্ন: আমরা জানি, কাপড়ে পেশাব বা এ জাতীয় কোনো তরল নাপাকি লাগলে তিনবার ভালোভাবে নিংড়ে ধুতে হয়। এখন প্রশ্ন হল, প্রবাহিত পানি যেমন নদী, বড় পুকুর বা ট্যাপের পানিতে ধুলেও কি তিনবার নিংড়ে ধুতে হবে?

উত্তর: নাপাক কাপড় যদি প্রবহমান পানি যেমন, নদী, পুকুর বা ট্যাপের পানিতে এত বেশি করে ধোয়া হয়, যাতে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয়ে যায় তাহলে তা পাক হয়ে যাবে। এক্ষেত্রে তিনবার নিংড়ে ধোয়া জরুরি নয়। কিন্তু বালতি বা এ ধরনের ছোট পাত্রে ধোয়া হলে তিনবার ধুতে হবে এবং প্রতিবার ধোয়ার পর উত্তমরূপে নিংড়ে নিতে হবে।

-রদ্দুল মুহতার ১/৩৩৩; আলবাহরুর রায়েক ১/২৩৭; শরহুল মুনইয়া ১৮৩

[ফতওয়া বিভাগ, মারকাযুদ্দাওয়া আলইসলামিয়া ঢাকা থেকে]

পূর্ববর্তি সংবাদ‘রোহিঙ্গা শিবিরে যারা আগে থেকে কাজ করছেন, তাদের সহযোগিতা করুন’ -মাওলানা রফীউদ্দিন
পরবর্তি সংবাদছোট হচ্ছে না মন্ত্রীসভার আকার!