আলজেরিয়ায় কর্মস্থলে বোরকা নিষিদ্ধ হওয়ায় ক্ষুব্ধ দেশটির জনগণ

কর্মস্থলে বোরকা নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে আফ্রিকার মুসলিম দেশ আলজেরিয়া।

জারি করা ওই পরিপত্রে বলা হয়, কর্মক্ষেত্রে কর্মীর পরিচয় নিশ্চিত করতে অবশ্যই তার মুখমণ্ডল অনাবৃত রাখা আবশ্যক। এ কারণে কর্মস্থলে নারীদের বোরকা পরা বা মুখ ঢেকে রাখা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি এ সিদ্ধান্তের কঠোর সমালোনা করছে ইসলামি এ দেশটির জনগণ। এর আগে দেশটির সরকার পরীক্ষা হলে ছাত্রীদের বোরকা নিষিদ্ধ করেছিল। গত ১৮ অক্টোবর কর্মস্থলে বোরকা নিষিদ্ধ করে সরকারি আদেশ জারি করা হয়।

পূর্ববর্তি সংবাদআজ জেনেভার উদ্দেশে দেশত্যাগ করবেন রাষ্ট্রপতি
পরবর্তি সংবাদউইঘুর মুসলিমদের নিপীড়ন চালিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করছে চীন : আনোয়ার ইবরাহীম