৪৩ দস্যুর স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়

ইসলাম টাইমস ডেস্ক : দস্যুবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রামের মহেশখালীর ৪৩ দস্যু। স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামানখান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

আজ শনিবার মহেশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তারা দস্যুরা অস্ত্র জমা ও আত্মসমর্পণ করেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব- ৭) এ অনুষ্ঠানের আয়োজন করে।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

অনুষ্ঠানে ছয়টি জলদস্যু বাহিনীর শীর্ষ ১২ দস্যুসহ ৪৩ জন সক্রিয় সন্ত্রাসী স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামানখান কামালের হাতে ৯৪টি অস্ত্র ও সাত হাজার ৬৩৭ রাউন্ড গুলি জমা দেন।

আত্মসমর্পণ করা সন্ত্রাসীর মধ্যে আনজু বাহিনীর ২৪টি অস্ত্রসহ ১০জন, রমিজ বাহিনীর আটটি অস্ত্রসহ দুই জন, নুরুল আলম প্রকাশ কালাবদা বাহিনীর ২৩টি অস্ত্রসহ ছয় জন, জালাল বাহিনীর ২৯টি অস্ত্রসহ ১৫ জন, আইয়ুব বাহিনীর ৯টি অস্ত্রসহ ৯ জন এবং আলাউদ্দিন বাহিনীর ১টি অস্ত্রসহ এক জন রয়েছে। এদের মধ্যে একজন সন্ত্রাসীর সবোর্চ্চ ৪১টি মামলা রয়েছে।

জমাকৃত অস্ত্রের মধ্যে, এসএমজি (বেলজিয়াম) একটি, রিভলবার একটি, দেশি পিস্তল দুইটি, দেশি-বিদেশী একনলা বন্দুক ৫২টি, দোনলা দুইটি ওয়ান শুটারগান ১৯টি, থ্রি কোয়াটার গান ১৫টি এবং ২২ বোর রাইফেল রয়েছে দুইটি। এছাড়া সাত হাজার ৬৩৭ রাউন্ড গুলি।

এছাড়াও অনুষ্ঠানে মহেশখালী- কুতুবদীয়া আসনের সংসদ সদস্য আশেক উললাহ রফিক, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

পূর্ববর্তি সংবাদমিয়ানমারে রোহিঙ্গা শিবিরে আগুন, নিহত ৬
পরবর্তি সংবাদ৪০ বছর পর কেবলা ঠিক হলো তুর্কি মসজিদের!