আমরা ক্ষমতায় গেলে ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেবো : এরশাদ

ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সম্মিলিত জাতীয় জোটের প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘সম্মিলিত জোট ক্ষমতায় গেলে ‘ধর্মীয় মূল্যবোধকে’ প্রাধান্য দেওয়া হবে। তবে ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণে তাদের জন্য আসন সংরক্ষণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে বিচার বিভাগের ‘স্বাধীনতা’ নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।’

আজ ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে ১৮ দফা ইশতেহার ঘোষণা করার সময় এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সমাবেশে উত্থাপিত ইশতেহার সম্পর্কে বলেন, ‘এটা হল মুক্তি পথ, দেশের মুক্তির পথ, জাতির মুক্তির পথ। আমি দেশবাসীর কাছে কিছু বার্তা পৌঁছে দিতে চাই।’

শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই মহাসমাবেশ মঞ্চে এরশাদের পাশে ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং কো-চেয়ারম্যান জি এম কাদের।

এছাড়া জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ প্রেসিডিয়াম সদস্যরা এবং জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় ইসলামী মহাজোটের নেতারাও সভামঞ্চে উপস্থিত ছিলেন।

মহাসমাবেশে এরশাদ বলেন, এবার তারা ‘জোটবদ্ধভাবে’ ৩০০ আসনে নির্বাচন করবেন। তবে একাদশ নির্বাচন কেমন হবে, তা নিয়ে তার সংশয় আছে। একটি দল ৭ দফা দিয়েছে, সরকার তা মানতে রাজি নয়। বর্তমান সংবিধান অনুযায়ী মানা সম্ভব নয়। এ অবস্থায় আগামী দিনগুলো স্বচ্ছ দিন হবে বলে মনে হয় না আমার।’

পূর্ববর্তি সংবাদজাবি ভর্তি পরীক্ষায় মাদরাসা শিক্ষার্থীরা অমানবিক আচরণের শিকার : ইশা ছাত্র আন্দোলন
পরবর্তি সংবাদআন-নূর কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৮-এ বিজয়ী হলো যারা