আন-নূর কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৮-এ বিজয়ী হলো যারা

ইসলাম টাইমস ডেস্ক : ‘আন-নূর কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৮’ শিরোনামে সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মারকাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন মাদরাসার প্রায় তিনশো জন ছাত্র অংশগ্রহণ করেন।

গত ৬ অক্টোবর শুরু হয়ে প্রতিযোগিতাটি আজ ২০ অক্টোবর শনিবার শেষ হয়েছে।

সিলেটের চুনারঘাট বায়তুল কুরআন হাফিজিয়া মাদরাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এতে ৩০ পারা গ্রুপে ১ম স্থান করেছেন হাফেজ মাহমুদ এবং ১০ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেছেন মুহাম্মাদ মুজাম্মিল। তারা উভয়ে নুরুল কুরআন মাদরাসা, মৌলভীবাজার-এর ছাত্র। ২০ গ্রুপেও ভালো ফলাফল করেছে নুরুল কুরআন মাদরাসার শিক্ষার্থীরা।

২০ গ্রুপে ১ম স্থান অধিকার করেছেন হাফেজ আশরাফ আলী।

 

পূর্ববর্তি সংবাদআমরা ক্ষমতায় গেলে ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেবো : এরশাদ
পরবর্তি সংবাদবন্ধ করে দেয়া হলো মিরপুরে সাদপন্থীদের ইজতেমা প্রস্তুতি