রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নসিমনের ৩ যাত্রী নিহত

রাজবাড়িতে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত নসিমনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন।

সংঘর্ষের পর নছিমনটি দুমড়েমুচড়ে গিয়ে রেললাইনের পাশে উল্টে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের সোলাকুড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২), একই গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২) ও তুলশী বরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২০)।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল যুগান্তরকে বলেন, নিহত ও আহতরা সবাই মধুখালীর আশাপুরের রাজ্জাক খান জুট মিলের শ্রমিক। তাদের সবার বাড়ি বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া ও তুলশী বরাট গ্রামে।

তিনি বলেন, তারা জুট মিলের কাজ শেষে নসিমন গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় গাড়িটি জামালপুরের সোলাকুড়া রেলগেট ক্রস করার সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান এবং আহত হন এগারজন।

আহতদের ফরিদপুর ৫০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানান স্থানীয়রা

পূর্ববর্তি সংবাদমহীরূহ চলে গেলেন
পরবর্তি সংবাদবি.বাড়িয়ায় শিশুকে ছাদ থেকে ফেলে দিয়ে মায়ের আত্মহত্যা