ভেঙ্গে গেছে বিকল্পধারা, বহিস্কৃতদের নেতৃত্বে নতুন কমিটি

বি চৌধুরী, মান্নান ও মাহি বিকল্পধারা থেকে বহিস্কার

বিকল্পধারা থেকে বহিস্কৃতরা দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে বাদ দিয়ে বিকল্প ধারা বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করেছে।

শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমীন বেপারী।

অধ্যাপক নুরুল আমীন বেপারী সভাপতি ও দলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে মহাসচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নিজেকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করে নুরুল আমীন বেপারী বলেন, দু-একদিনের মধ্যেই তলবিসভা ডেকে নতুন কমিটি ঘোষণা করা হবে।

শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এ কথা জানান নুরুল আমীন ও বাদল।

গত ১৩ অক্টোবর দল থেকে বহিষ্কার হন বিকল্পধারা প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নুরুল আলম ব্যাপারী এবং সহসভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ।

বি.চৌধুরী নেতৃত্বধীন বিকল্পধারা থেকে বহিষ্কার হওয়া নুরুল আমিন নিজেদের বিকল্প ধারার ‘মূল ধারা’ হিসেবে দাবি করে শিগগিরই কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ঘোষণাও দেন সংবাদ সম্মেলনে।

নুরুল আমিন বলেন, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী চৌধুরীকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দল থেকে অব্যাহতি দেওয়া হলো। এই তিনজন বাদে সবাই আমাদের সঙ্গে আছেন এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরাই বিকল্প ধারার মূল ধারা।

নতুন মহাসচিব শাহ আহমদ বাদল বলেন, সংবাদ সম্মেলনের জন্য আমরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে বুকিং দিয়েছিলাম। কিন্তু আমাদের বুকিং বাতিল করা হয়েছে। এ জন্য আমাদের প্রেসক্লাবের সামনেই নতুন কমিটি ঘোষণা করতে হলো।

বহিষ্কার বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মেজর (অব.) মান্নান ও মাহী বি চৌধুরীর।

পূর্ববর্তি সংবাদপ্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান আর নেই!
পরবর্তি সংবাদভুটানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ময়মনসিংহ মেডিক্যালের ছাত্র