মুক্তিপণের টাকার জন্য ৩ বছরের শিশুকে হত্যা

নারায়ণগঞ্জে টাকার জন্য শিশুহত্যা

মুক্তিপণের টাকা দিতে না পারায় হত্যা করা হলো ৩ বছরের শিশু জুঁইকে। টাকা না পেয়ে তাকে হত্যা করে অপহরণকারীরা।

আজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুঁই টেকপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেনের মেয়ে।

নিজ বাড়ির পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় জুঁইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পুরো শরীর এ সময় স্কচটেপে মোড়ানো ছিল।

জুঁইয়ের পরিবার জানান, গত কাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে খেলতে গেলে জুঁইকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে দুপুর ২টার দিকে অপহরণকারীরা তার বাবার মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শিশুটির পরিবার ৩ লাখ টাকা দিতে সম্মত হয়। আজ সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে গিয়ে সে টাকা দেওয়ার নির্দেশ দেয় অপহরণকারীরা।

এদিকে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা রাতেই পুলিশকে জানায় জুঁইয়ের পরিবার। ধারণা করা হচ্ছে, কোনো মাধ্যমে সে খবর জানতে পারে অপহরণকারীরা। মোবাইল ট্র্যাকিংয়ের আশঙ্কায় শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় তারা। এরপর রাতের বেলা শিশুটিকে হত্যা করে বাড়ির পাশে বস্তাবন্দি অবস্থায় ফেলে রেখে যায়। সকালে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি জুঁইয়ের লাশ উদ্ধার করে।

কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারেননি জুঁইয়ের পরিবার।

এদিকে এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আনোয়ার হোসেনের বাড়ির পাঁচ ভাড়াটিয়া সুলতান, জিন্না মাদবর, জহির, একরাম ও তার স্ত্রী সখিনা বেগমকে আটক করেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের কার্যক্রম চলছে।

পূর্ববর্তি সংবাদঐক্যফ্রন্ট গঠন করায় সরকার বিচলিত : মওদুদ
পরবর্তি সংবাদযে পরিমাণ মসজিদ-মাদরাসা বেড়েছে সে পরিমাণ দ্বীনি দাওয়াতের প্রসার হয়নি