সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে, ষড়যন্ত্র করে লাভ নেই : স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে হওয়ার ব্যাপারে সরকারের অনঢ় অবস্থানের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি-জামাত যতোই চক্রান্ত করুক, কোনো কাজে আসবে না।

মঙ্গলববার দুপুরে কেরানীগঞ্জের জিনজিরাস্থ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সঠিক প্লান না থাকার কারণে ২০০৬ সালে তৈরি হলেও এখন পর্যন্ত জিনজিরার ৬ তলা এই হাসপাতাল ব্যবহার করা হচ্ছে না। নষ্ট হচ্ছে সরকারি স্থাপনা। দেরিতে হলেও আমরা এ হাসপাতালের কার্যক্রম চালু করতে পেরেছি।

স্বাস্থমন্ত্রী বলেন, দফা হচ্ছে একটাই নির্বাচন বাস্তবায়নের দফা। অন্য কোনো দফা দিয়ে কোন চক্রান্ত করে লাভ হবে না। ঐক্যের নামে জোট করে বিএনপি-জামাতের নির্বাচন বানচালের কোনো চক্রান্ত কাজে আসবে না।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কামরুন নাহার, অতিরিক্ত সচিব, হাসপাতাল বাবুল কুমার সাহা, সিভিল সার্জন ঢাকা, ডা. মো. এহসানুল করিম, ঢাকা; জেলা প্রশাসক আবু ছালে মোহাম্মদ ফেরদৌস খান, উপজেলা নির্বাহী অফিসার সাহে এলিদ মইনুল আমিন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন, জিনজিরা ২০ শয্যা হাসপাতালের ইনচার্জ ডা. হাবিবুর রহমান, জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যন ইকবাল হোসেন প্রমুখ।

পূর্ববর্তি সংবাদসিলেট থেকে শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি
পরবর্তি সংবাদবাড়ছে না গ্যাসের দাম, ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিবে সরকার