ধর্মের প্রতি অনুরাগ বাড়ছে ব্রিটিশ মুসলিমদের

ইসলাম টাইমস ডেস্ট : ব্রিটেনে ক্রমশই বাড়ছে মুসলিম কর্মতৎপরতা। ইসলামি কর্মকাণ্ডের দ্রুত বিস্তার ঘটছে সেখানে। সম্প্রতি ব্রিটেনের এক পরিসংখ্যানে দেখা গেছে শুধু রাজধানী লন্ডনে পরিচালিত হচ্ছে একশো সরকার অনুমোদিত শরিয়া কোর্ট এবং অসংখ্য মসজিদ ছড়িয়ে পড়ছে বিভিন্ন শহরে।

লন্ডনের ইসলামপ্রচারক মাওলানা সাইয়েদ রেজা রিজভি বলেন, ‘অনেক মুসলিম দেশের তুলনায় লন্ডনের আবহ অনেক বেশি ইসলামিক।

আর লন্ডনের প্রথম মুসলিম মেয়র বলেছেন, লন্ডনের মুসলিমরা ধর্মপ্রাণ কিন্তু এখানে উগ্রবাদের স্থান নেই।

লন্ডন শহরে ৪২৩টি মসজিদে রয়েছে যার অধিকাংশই নামাজের সময় ভরে যায়। বিপরীতে লন্ডনের গির্জাগুলোর চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেখানে কদাচিৎ মানুষের ভীড় হয়।

লন্ডনের ডেইলি মেইল সম্প্রতি একটি চার্চ ও তার অদূরে অবস্থিত একটি মসজিদের চিত্র তুলে ধরেছে।  লন্ডন শহরে অবস্থিত সান গর্জিও চার্চে ১২৩০ জনের প্রার্থনার ব্যবস্থা রয়েছে অথচ সেখানে প্রার্থনাকারীর সংখ্যা ছিলো মাত্র ১২ জন। একই সুবিধা সম্পন্ন শান্তা মারিয়া চার্চে প্রার্থনাকারীর উপস্থিতি ছিলো ২০ জন।

এ চার্চ দুটির কাছে অবস্থিত ব্রুন স্ট্রিট এস্টেট মসজিদ।  অতিরিক্ত ভীড় এ মসজিদের প্রধান সমস্যা। ছোট এক রুমের মসজিদে কেবল একশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালে লন্ডনে নিয়মিত মুসল্লিদের সংখ্যা দাঁড়াবে ৬৮৩০০০ জন। বিপরীতে সাপ্তাহিক প্রার্থনায় খ্রিসধর্মাবলম্বীদের সংখ্যা কমবে ৬৭৯০০০ জন।

২০০১ সাল থেকে এ পর্যন্ত লন্ডনের ৫ শ চার্চ ব্যক্তিগত বাড়িতে পরিণত হয়েছে। একই সময়ে লন্ডনে মসজিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।   এ সময়ে ব্রিটেনে মুসলিম জনসংখ্যার হারও বেড়েছে।

সূত্র : সৌদি গেজেট

পূর্ববর্তি সংবাদসফর মাসকে অশুভ মনে করার কিছু নেই
পরবর্তি সংবাদকেন সফল হচ্ছে না ঐক্য প্রচেষ্টা : যা বললেন আলেম রাজনীতিকরা