আবারও দোহায় মার্কিন-তালেবান বৈঠক

ইসলাম টাইমস ডেস্ক : আফগানিস্তান সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খোঁজার লক্ষ্যে আবারও কাতারের রাজধানী দোহায় মার্কিন-তালেবান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছে।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে এ বৈঠকের খবর প্রকাশ করেছে।

সংবাদের বিবরণ অনুযায়ী জাবিহুল্লাহ বলেছেন, আফগানিস্তানে বিদেশি সৈনিকদের উপস্থিতি শান্তি আলোচনার পক্ষে বড় বাধা। তবে উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেগে সম্মত হয়েছে।

কাবুলস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, আফগান সংকট নিরসনের লক্ষ্যে কাতারে যুক্তরাষ্ট্রের নিযুক্ত দূত জালমায় খালিলজাদ গত সপ্তাহে পাকিস্তান, সৌদি আরব, কাতার সফর করেন।

তবে কাবুল দূতাবাস মার্কিন-তালেবান বৈঠকের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন প্রেসিডেট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ১৭ বছর ধরে আফগানিস্তানে চলা সংঘর্ষ শেষ করতে চায়। এবং আলোচনার মাধ্যমে তারা শান্তিপূর্ণ পথ খুঁজে পেতে চান।

গত চার মাসের মধ্যে খালিলজাদ এই নিয়ে দ্বিতীয়বারের মতো দোহায় তালেবান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসলেন। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের এস্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা এলিচ ওয়েলস-এর সঙ্গে দোহায় বৈঠক করে তালেবান।

সূত্র : ওয়াশিংটন পোস্ট

পূর্ববর্তি সংবাদউন্মোচনের পথে জামাল খাশোগির হত্যারহস্য!
পরবর্তি সংবাদঅনেকের ধারণা ছিলো বিশ্বব্যাংকের টাকা ছাড়া পদ্মা সেতু হবে না : প্রধানমন্ত্রী