মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইসলাম টাইমস ডেস্ক : অগ্নি সংযোগে মানিকগঞ্জ শহরের ৮৮ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে বিদ্যালয়ের দুইটি টিনশেড ভবন পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবার বেলা ১২টার দিকে টিনশেডের ভেতর থেকে এই আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে বিদ্যালয়ের টিনসেডের ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারি উপপরিচালক মিজানুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সাভিসের চারটি ইউনিট এক সাথে কাজ করেছে। এক ঘণ্ড চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান জানান, অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের ১৫টি ক্লাসরুমসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

পূর্ববর্তি সংবাদতিতলির প্রভাবে শাহপরীর দ্বীপে ভাঙ্গণ, বিলীন হয়েছে অর্ধশতাধিক বাড়ি
পরবর্তি সংবাদট্রাম্পের নারীবিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে শিকাগোতে পদযাত্রা